Friday , December 27 2024
Breaking News
Home / Countrywide / নোবেলের বাড়ি গোপালগঞ্জে যাওয়ার কারণ জানালেন সেই আলোচিত তরুণী ফারজান আরশি

নোবেলের বাড়ি গোপালগঞ্জে যাওয়ার কারণ জানালেন সেই আলোচিত তরুণী ফারজান আরশি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণী ফারজান আরশি নিজে সংগীতশিল্পী মইনুল আহসান নোবেলের সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেছেন। বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে এক পোস্টে নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ওই তরুণী। আরশির দাবি, নোবেল তাকে জোরপূর্বক ওষুধ খাইয়ে তার সঙ্গে ছবি তুলে ভাইরাল করেন। তিনি এই সঙ্গীতশিল্পীকে বিয়ে করেননি।

ওই স্ট্যাটাসে আরশি বলেন, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। সবটা পরিষ্কার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিলো। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয়। এরপর জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। সেখানে বিভিন্ন ড্রাগ সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

এই তরুণী অভিযোগ করে বলেন, পরে নোবেল ডেমরা থানায় আমাকে ভয় দেখিয়ে জিডি করায়। পরে পুলিশের সহায়তায় বাবা ও চাচাতো ভাইকে উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের ভয়ে পুলিশের কাছে মিথ্যা বলি। কারণ তখন আমার শরীরে মা”দক ঢুকে পড়ে। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।

নোবেলের সঙ্গে ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে আরশি বলেন, নোবেল আমাকে ওই ছবি তুলতে বাধ্য করেছে। আমি বিবাহিত নই এবং নোবেলের সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি পরিবেশ এবং পরিস্থিতির স্বীকার।’

শেষ পোস্টে আরশি বলেন, ‘আমি এবং আমার পরিবার খুব ভয়ে আছি। কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। আমি একজন মেয়ে, আমি আমার পরিবারের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’

এর আগে সোমবার নোবেল আরশির সঙ্গে কিছু ছবি ফেসবুকে প্রকাশ করে দাবি করেন যে তিনি তাকে বিয়ে করেছেন। তবে কবে বিয়ে করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

এর আগেও বিয়ে করেছেন আরশি। তার স্বামী একজন ফুড ব্লগার। গত বছর তাদের বিয়ে হয়। নোবেলের সঙ্গে আরশির বেশ কিছু ছবি ফাঁস হওয়ার পর আরশির প্রথম পরিবার নিয়েও আলোচনা হচ্ছে। তবে ওই পরিবারে তার বিচ্ছেদ হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

About bisso Jit

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *