কয়েকদিন আগে নেপালে ৮২ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্ব”স্ত হয়েছে, যেটাতে সকল যাত্রীর মৃ”ত্যু ঘটেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফিলিপাইনে একটি বিমান বিধ্ব”স্তের ঘনা ঘটলো। বিমানটি দূর্ঘটনার সাথে সাথে প্রয়াত হন দুজন পাইলট। বিমানটি ছিল একটি প্রশিক্ষন বিমান।
ফিলিপাইনে একটি সা”মরিক প্রশিক্ষণ বিমান বিধ্ব”স্ত হয়েছে। এতে দেশটির বিমান বাহিনীর দুই পাইলট প্রয়াত হয়েছেন। খবর রয়টার্স।
বুধবার (২৫ জানুয়ারি) দেশটির বাতান প্রদেশে বিমানটি বিধ্ব”স্ত হয়।
বুধবার ভোরে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমে বাতান প্রদেশের ধানখেতে একটি সা”মরিক প্রশিক্ষণ বিমান বিধ্ব”স্ত হয়, দেশটির বিমান বাহিনী এ খবর জানিয়েছে।
এতে এসএফ-০২৬০ টিপি মার্চেত্তি বিমানের দুই পাইলট প্রয়াত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর, ফিলিপাইন সাম”রিক বাহিনীর SF-260 TP প্রশিক্ষণ বহরের সমস্ত বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়েছিল।
উল্লেখ্য, কয়েক বছর ধরে ফিলিপাইনে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ১৭ আগস্ট, ২০০০-এ, একটি চার্টার্ড সেবু প্যাসিফিক ফ্লাইট, ফিলিপাইনের কাগায়ানের কাছে একটি পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়, এতে ১৩১ জনের সবাই প্রয়াত হন। এরপর ২৭ ফেব্রুয়ারী, ২০০৯ তারিখে, একটি চার্টার্ড এয়ার ফিলিপাইন ফ্লাইট ৫৪১, ফিলিপাইনের মানোলো ফোর্টিচের কাছে একটি পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়, এতে ১০৪ জন আরোহী প্রয়াত হন।