বর্তমান সময়ে বাংলাদেশে নির্বাচন বিষয়টি নিয়ে বেশ আলোড়ন শুরু হয়েছে। এদিকে দেশের সাধারণ মানুষ পড়েছে দ্রব্যমূল্য নিয়ে চরম বিপাকে অন্যদিকে রাজনৈতিক মাঠে সরকারের পতন নিয়ে চলছে ঠান্ডা আন্দোলন। এদিকে আ.লীগ সরকার বাইরের চাআপ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকটি নির্বাচনে আ।লীগ জয় পায় এবং সেই জয়ের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বি৯জয় উল্লাস না করতে আহবান জানিয়েছিলেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি ভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন সমালোচক সুলতান মির্জা। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
চোখ বন্ধ করা কথা সত্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, সাধারন নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসা তখন মাত্র মুহুর্তের বিষয়, মাঠ পর্যায়ের আওয়ামীলীগ নেতা কর্মী সমর্থকদের প্রবল ইচ্ছা একটি বিজয় মিছিল করবে, ব্যস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে বসলেন কোন বিজয় মিছিল করা যাবে না। সেদিন যদি বিজয় মিছিল হতো সারাদেশে তাহলে ২০০১-২০০৬ সময়ের প্রত্যেকটা হিসেব আংগুলের কট গুনে গুনে পরিশোধ হতো।
নেত্রী এই বাস্তবতা জানতেন বলেই কঠোর হুলিয়া জারী করলেন, কোন মিছিল নয়, বিজয় উযযাপন করুন ঘরে বসে। আজকে বিএনপি জামাতিরা বলে নি”র্যাতন নি”র্যাতন আর নি”র্যাতন মামলা ইত্যাদি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি বিন্দু মাত্র প্রতিশোধ পরায়নতা ধারন করতো তাহলে এখন বিএনপি জামাত যা আছে তার অস্তিত্ত্বও মিশে যেতো মাটির সাথে, যদিও বাস্তবতা হচ্ছে তখন বিএনপি জামাতিদের সাথে আওয়ামীলীগের আর তফ্যাৎ থাকতো না।