নেতাকর্মীদের সাথে হাসিনা বিশ্বাসঘাতকতা করেছেন: আওয়ামী সিনিয়র নেতা

আওয়ামী লীগের এক সিনিয়র নেতা সাংবাদিক জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন, দলের যে সমস্ত নেতা-নেত্রী গোপনে দেশত্যাগ করেছেন, তারা শেখ হাসিনার হঠাৎ ভারত চলে যাওয়ায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, এ বিষয়ে কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়াটা নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

একটি ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের জানান, বিদেশে আশ্রয় নেওয়া এসব নেতাদের অনেকে বর্তমানে চরম অর্থ সংকটে রয়েছেন। তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় কেউই পর্যাপ্ত অর্থ সঙ্গে নিতে পারেননি। অধিকাংশ নেতার সম্পদ অন্যের নামে থাকায় সেগুলো ফেরত পেতেও ভোগান্তিতে পড়ছেন।

সেই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, নিরাপদে সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছাতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাথাপিছু প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে।