নেতাকর্মীদের জরুরী নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে কোনো বক্তব্য বা নির্দেশনার কোনো ভিত্তি নেই।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেল বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ বা মিডিয়া থেকে দলীয় যেকোনো আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।
ফেসবুক পোস্টের প্রতি সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ছাত্র বিদ্রোহের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে যান।
ওই দিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই গত ১৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছেন। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এই আঁধার কেটে যাবে খুব শিগগিরই ইনশাল্লাহ। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ।
অতীতে আওয়ামী লীগের ইমেইলে (office@albd.org) দলীয় কর্মসূচির তথ্যসহ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হতো।
ভেরিফাইড ফেসবুক পেজ এবং টিম ওয়েবসাইট www.albd.org আপলোড করা হয়েছে। কিন্তু আগস্টে সরকার পতনের পর থেকে দলের ই-মেইল থেকে কোনো তথ্য গণমাধ্যমে পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে।