বিশ্বকাপ ফুটবলে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। দুর্বল দলগুলো হারিয়ে দিচ্ছে শক্তিশালী এবং বিশ্বকাপে একাধিক বার চ্যাম্পিয়ন হওয়া দলগুলোকে। ব্রাজিল গতকাল পরাজিত হয়ে বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে পড়লো। পাঁচবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে স্থান করে নিলো ক্রোয়েশিয়া।
শুক্রবার রাতে অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র করে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টাইব্রেকে শ্যুট নিতে দেখা যায়নি নেইমার জুনিয়রকে। এ নিয়ে সমালোচনাও হচ্ছে। ম্যাচে দুর্দান্ত গোল করা নেইমার কেন টাইব্রেকে শ্যুট করেননি তার ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের বিদায়ী প্রধান কোচ তিতে।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্র করে ব্রাজিল। খেলা চলে গেল ওভারটাইমে। অতিরিক্ত সময়ে রদ্রিগোর শট সেভ হওয়ার পর চাপে পড়ে ব্রাজিল। অন্যদিকে গোল করছিল ক্রোয়েশিয়া। এমন অবস্থায় নেইমারকে পঞ্চম শটে আটকে রাখেন কোচ তিতে।
ব্রাজিল কোচের মতে, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক চাপ রয়েছে। সেই চাপ নিতে পারেন নেইমার। সে কারণেই তাকে পঞ্চম শটের জন্য রাখা হয়েছিল। কিন্তু চতুর্থ শটে গোল করতে পারেননি মারকুইনহোস। ফলে পঞ্চম শট নেননি নেইমার। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় সেলেকাওকে।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের এমন ধরনের শোচনীয় বিদায়ের পর দলটিতে নেইমার আল রাইয়ান খেলবেন কিনা সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নযন। তবে নেইমারকে টাইব্রেকার শুট থেকে কেন বাইরে রাখা হল সে বিষয়ে প্রকৃত স্পষ্ট কোনো কারণ বুঝতে পারছেন না নেইমার ভক্তরা।