শেষ হয়ে গেল কাতারে আয়োজিত বিশ্বকাপ ফুটবল। আর এই বিশ্বকাপে ফাইনালে ফ্রান্স গেলেও অবশেষে পরাজিত হলো দলটি, শিরোপা জয় করে নিল আর্জেন্টিনা। ফ্রান্সের অন্যতম খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স এর মাধ্যমে তিনটি গোল করতে সক্ষম হন। কিন্তু তার হ্যাট্রিক সত্বেও ফ্রান্স পরাজিত হলো। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি।
সর্বোচ্চ চেষ্টা করেও দলকে শিরোপা এনে দিতে না পারায় প্রায় হতাশ এমবাপ্পে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। তবে শিরোপা জিততে না পারায় মাথা নত করে হতাশা নিয়ে মাঠে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় তাকে সান্ত্বনা দিতে আসেন দলের সিনিয়র স্টাফ ও আর্জেন্টিনার ফুটবলাররা।
ফাইনাল শেষে দীর্ঘ দিন পর অবশেষে মুখ খুললেন এমবাপ্পে। সোমবার, তিনি তার সোনার বুট সহ একটি ছবি আপলোড করেছেন এবং ক্যাপশনে এক লাইনে লিখেছেন- ‘আমরা ফিরে আসব।’
ফ্রান্সের অন্যতম খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট জিতলেও দল হেরে যাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তবে তিনি আগামি বিশ্বকাপে ফিরে আসার ইঙ্গিত দিলেন যেটা তার প্রতিজ্ঞাও বলা যায়। গত বিশ্বকাপে বিশ্বকাপ জিতে নেয় ফ্রান্স।