সম্প্রতি দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে ভাবে দলীয়করণ করা হয়েছে তা সত্যই স্বাধীন দেশে দুঃখজনক।কারণ সাংবিধান প্রতিষ্ঠানের ব্যক্তিরা যদি দলীয় নেতাদের মতো আচারণ করে তা হলে দেশের জন্য খুবই হতাশাজনক।স্বাধীন প্রতিষ্ঠানগুলো এভাবে যদি ধ্বংস হয়ে যায় তাহলে ভবিষ্যতে কেউ সঠিক বিচার পাবে না। বিষয়টি নিয়ে সামাজি মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ওই দুজন ঢাবির বর্তমান শিক্ষার্থী নন। গত রাতে আমরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছি।’আমার প্রশ্ন: বর্তমান বা নিয়মিত ছাত্র না হওয়াটা কি অপরাধ? আর তাদের যারা মারলো সেটা অপরাধ নয়? উচিত তো ছিল প্রহারকারীদের পুলিশে দেয়া! যে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অন্যায় হয়, সেখানে কি অরাজকতা চলছে তা সহজেই অনুমেয়।