Thursday , January 2 2025
Breaking News
Home / Countrywide / নিলামে ক্রিকেটার কেনার সিদ্ধান্তে ভুল, বিপাকে প্রীতি জিনতা

নিলামে ক্রিকেটার কেনার সিদ্ধান্তে ভুল, বিপাকে প্রীতি জিনতা

আইপিএল নিলামে ভুল করে এক ক্রিকেটারকে কিনে নিয়ে বিপাকে পড়েছে পাঞ্জাব কিংস। পরবর্তীতে প্রীতি জিনতা সেই ক্রিকেটারকে ছেড়ে দিতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন।

আইপিএলের নিলামে এই প্রথম কোনো ক্রিকেটারকে কিনে নেওয়ার পর তাকে ছেড়ে দিতে হিমশিম খেতে হলো, তবে তিনি পারেননি।

নিলামের শেষ দিকে দলগুলোকে জানানো হয়, তারা নিতে চান এমন কিছু ক্রিকেটারের নাম জমা দিলে তাদের নাম নিলামে তোলা হবে। সেই রাউন্ডে শশাঙ্ক সিংহের নাম ডাকেন নিলাম পরিচালনার দায়িত্বে থাকা মল্লিকা সাগর। ন্যূনতম মূল্য ২০ লাখ টাকায় তাকে কেনে পঞ্জাব।

এর পরেই পাঞ্জাবের দুই মালিক প্রীতি জিনতা এবং নেস ওয়াদিয়া বলেছেন যে তারা ভুল ক্রিকেটারকে কিনেছেন। তারা শশাঙ্ককে কিনতে চায়নি।

পাঞ্জাব শশাঙ্ককে নিতে বললেও মল্লিকা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি বলেন, হাতুড়ির ঘা একবার পড়লেই নিলাম চূড়ান্ত।

সেই ক্রিকেটারকে নিতেই হবে। সেটা শুনেই শশাঙ্ককে আবার নিলাম করার অনুরোধ করে পাঞ্জাব। কিন্তু আইপিএলের নিলামে এমন কোনো নিয়ম নেই। তাই সেই আবেদনও খারিজ করা হয়। শেষ পর্যন্ত পাঞ্জাবকে নিতে হলো শশাঙ্ককে।

নিলামে এর আগেও এমন ঘটনা ঘটেছে দিল্লিতে। এক ক্রিকেটারের নাম ঘোষণার পর দিল্লি বিড করেছে। তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় যে তারা ভুল ক্রিকেটারের জন্য বিড করেছে। তারা সেই ক্রিকেটারকে চায় না।

About bisso Jit

Check Also

বন্ধ ঘোষণার এক সপ্তাহ না যেতেই খুলল এস আলম গ্রুপের ৯ কারখানা

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের নয়টি কারখানায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার কাজ শুরু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *