Monday , December 23 2024
Breaking News
Home / Entertainment / নির্মাতা কাণ্ডে মুখ খুললেন বাংলা জনপ্রিয় অভিনেত্রী: আমাকে নানানভাবে পটিয়ে এটা করিয়েছে, আইন পর্যন্ত যাইনি শুকরিয়া করুন

নির্মাতা কাণ্ডে মুখ খুললেন বাংলা জনপ্রিয় অভিনেত্রী: আমাকে নানানভাবে পটিয়ে এটা করিয়েছে, আইন পর্যন্ত যাইনি শুকরিয়া করুন

ঢাকাই সিনেমার অন্যতম উদীয়মান জনপ্রিয় অভিনেত্রী রাজ রীপা। পর্দায় পা রাখার খুব অল্প সময়ের মধ্যেই কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে গুণী এই তারকার অভিনীত সিনেমা ‘মুক্তি’। আর এরই মধ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু দুৰ্ভাগ্যবসত সেই সিনেমাটিতে কাজ করা হবে না তার।

শুটিং শুরুর আগেই নির্মাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন নায়িকা।

প্রতারণা ও হুমকির অভিযোগে রাজধানীর রমনা থানায় নির্মাতা নাসিম সাহনিকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজ রীপা।

জিডিতে উল্লেখ করেন, সিনেমায় সাইনিংয়ে ৩০ ভাগ টাকা দেওয়ার কথা থাকলেও নির্মাতা টাকা দেননি। এরপর টাকা চাইতে গেলে নায়িকাকে হুমকি দেন তিনি।

এর আগে, ফেসবুক পোস্টে পুরো ঘটনা তুলে ধরেন রাজ রীপা। তিনি লিখেছেন, আমি যে নতুন সিনেমায় সাইনিং করেছি, সেটি আর করব না। এটা আমার সিদ্ধান্ত। আমি দুইদিন আগেই বাটপার পরিচালক নাসিম সাহনিককে বলেছি, সিনেমাটি আমি করব না। তিনি (নির্মাতা) আমাকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে চুপ রাখল।

রাজ রীপার ভাষ্য, আমি তাদের সিনেমায় সাইনিং করেছি। কিন্তু আমি জানতাম না ওই দিনই (২৫ নভেম্বর) সাইনিং করাবে। আমাকে নানানভাবে পটিয়ে তাড়াতাড়ি সাইনিং করিয়েছে এবং সে সময়ই ৩০ শতাংশ সাইনিং মানি দেওয়ার কথা। তারা আমাকে দিয়ে ফেসবুকে তাড়াতাড়ি ছবি পোস্ট করাল, নিউজ-ভিউজ সবই করালো। সিনেমার সাইনিং হলো, কিন্তু আমার সাইনিং মানি আর পকেটে এলো না। তারা বিকাশ নম্বর নিয়ে আমাকে সাইনিং মানি দেওয়ার কথা বলে আজ পাঁচদিন হলো কোনো খবর নেই। আমি তাদের তিনদিন সময় দিয়েছি, আর না। যারা আমার ৩০ শতাংশ পেমেন্ট দেওয়ার যোগ্যতা রাখে না, তারা কীসের সিনেমা বানাবে, এটাই আমার মাথায় কাজ করলো না। আমি আর এই সিনেমা করব না, এটাই ফাইনাল কথা।

একই পোস্টে প্রযোজকের উদ্দেশে নায়িকা লিখেছেন, সিনেমা ইনভেস্টার মামুনুর ইসলাম সাবধান। কারও নাম বেচে চলতে যাবেন না। বাটপারি করা থেকে দূরে থাকুন। যাইহোক, আমার নাম নিয়ে সিনেমার নাম আলোচনায় আনার বুদ্ধিটা মন্দ ছিল না। এই প্রতারণার জন্য আইন পর্যন্ত যাইনি, এটা শুকরিয়া করুন। কিন্তু বাড়াবাড়ি করলে আইনের স্টেপ নেব, সাবধান। সব প্রমাণ আমার কাছেই আছে। এমন প্রোডিউসার রাস্তায় অনেক আসে-যায়, কিন্তু সিনেমা বানাতে পারে কয়জন।

রাজ রীপা বলেন, ভুল আমার। না জেনেশুনে সিনেমা সাইনিং করে পাবলিশড করা। এই টাইপ পাবলিক এই ইন্ড্রাস্ট্রিতে আছে। আপনারা একটু সাবধান থাকবেন, নয়তো আমার মতো বোকা হয়ে যাবেন। সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

এদিকে গুণী এই অভিনেত্রীর সঙ্গে পরিচালকের এমন আচরণে রীতিমতো বিরক্তবোধ করছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খীরাও। এ ঘটনায় ওই পরিচালককে আইনের আওতায় আনার দাবিও করেছেন অনেকেই।

About Rasel Khalifa

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *