চলছে ভোটগ্রহণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের। পাল্টাপাল্টি মন্তব্য সেইসাথে অভিযোগ রয়েছে উভয়পক্ষেরই। তবে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে এমন টা জানা গেছে কেন্দ্র থেকে। তারি মাঝে আমি লীগ প্রার্থী আইভীর কাছে জয়ের সম্পর্কে জানতে চাইলে দিলেন অভিনব এক জয়ের বার্তা। শতভাগ নিশ্চিত ভাবেই জানালেন তিনি হচ্ছেন জয়ী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের শিশুবাগ স্কুলে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সকালে সেলিনা হায়াৎ আইভী বাড়ি থেকে বের হয়ে বাবা আলী আহমেদ চুনকার কবর জিয়ারত করেন। সেখান থেকে বেলা ১১টার দিকে নগরীর শিশুবাগ স্কুলে ভোট দিতে পৌঁছান তিনি। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “আমি একশত ভাগ নিশ্চিত যে, ইনশাআল্লাহ নৌকা জিতবে।” আইভী জয়ী হবে ইনশাআল্লাহ। ‘
আইভী বলেন, জনগণ আমার পাশে আছে। জনগণের জোয়ার জয় করতে হবে। তিনি বলেন, ভোটের পরিবেশ এখনও ভালো। আমি জানি না এরপর কি হবে।
নির্বাচন ঘিরে কোনো ধরনের নৈরাজ্য এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, নির্বাচন শুরুর পরপরই স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি হাতি প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন। সকাল ৮টা ২৫ মিনিটে নগরীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ভোট দেন তিনি।
ভোট দিয়ে তৈমুর বলেছেন: “আল্লাহর রহমতে, মিডিয়ার সব রিপোর্ট, জনগণের ভোট, আল্লাহর রহমতে হাজার হাজার ভোটের ব্যবধান হবে, ইনশাআল্লাহ।”
উভয় পক্ষই নানান সময়ে বিজয়ের বার্তা দিয়ে যাচ্ছেন। এসব মন্তব্য এবং নানান ধরনের কথোপকথনের কারণে প্রায় সময়ই আলোচনা সমালোচনার মুখে পড়েছেন তৈমূর এবং আইভী। তবে কথার থেকে আর কতটুকুই বা বোঝা যায়, তাইতো আসল ঘটনা দেখার জন্য অপেক্ষার কোন বিকল্প নেই। আজকে রাতেই হয়ত জানা যাবে কে হতে যাচ্ছে নারায়ণগঞ্জের পরবর্তী মেয়র।