নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলই নির্বাচনের পক্ষে। আমরা সমস্ত কার্যক্রম শেষ করার মাধ্যমে সময় গণনা করছি। এখন শুধু তফসিল ঘোষণা ও নির্বাচন বাকি।
রোববার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. আলমগীর বলেন, সাধারণত ৪২ থেকে ৪৫ দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হয়। ন্যূনতম ৪৫ দিনের জন্য নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে। ঠিক কোন সপ্তাহে তা নিয়ে এখনো আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী আমরা দেখছি সবকিছু ঠিক আছে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান অনুযায়ী ইসিকে বাধ্যতামূলক করা হয়েছে। সে অনুযায়ী আমরা সময় গণনা করে সব কার্যক্রম সম্পন্ন করছি। এখন শুধু তফসিল ঘোষণা ও নির্বাচন অনুষ্ঠানের বাকি।
আলমগীর বলেন, সবাই নির্বাচন চায়। আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সবকটিই নির্বাচনের পক্ষে।
বিএনপি নির্বাচন চায় কিনা জানতে চাইলে তিনি বলেন, সবাই নির্বাচন চাইছে।
বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি প্রসঙ্গে ড. আলমগীর বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়। তারা কীভাবে এটি সমাধান করবেন তা তাদের ব্যাপার। এতে আমাদের কিছু করার নেই। আমাদের সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই।