আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে নতুন মুখপাত্র রণধীর জয়সাওয়াল এ কথা বলেন।
ভারতের মুখপাত্রকে এক সাংবাদিক প্রশ্ন করেন- বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না। এ বিষয়ে ভারতের অবস্থান কী? জবাবে জয়সাওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি- বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে।
ভারত নির্বাচন পর্যবেক্ষণ পাঠাবে কি না সে প্রশ্নে জয়সাওয়াল কোনো মন্তব্য করেননি।
তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। ৯ জানুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে।