নানা কারণে সব সময়ই আলোচনায় থাকেন অভিনেতা জায়েদ খান। বেশ কিছুদিন ধরেই ডিগবাজিতে আটকে আছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি নিয়ে নতুন করে আলোচনায় তিনি। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়েও আলোচনায় ছিলেন তিনি।
তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, প্রধানমন্ত্রী চাইলে নিজ এলাকায় সংসদ প্রার্থী হতে চান। কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিকে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমার তারিখ শেষ। অনেক তারকাই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।
তবে সেই তালিকায় নেই জনপ্রিয় অভিনেতা জায়েদ খান।
কারণ কি?
আজ বিকেলে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে নয়, আগামী নির্বাচন নিয়ে ভাবছেন। তাই তিনি এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
তিনি বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনলাম কিন্তু মনোনয়ন পেলাম না তখন বিষয়টা হাস্যকর হয়ে যাবে।
আমি সবার কাছে হাস্যকর হতে চাই না। তাছাড়া আগামী কয়েক বছরের জন্য অনেক কাজের পরিকল্পনা করেছি। বেশিরভাগেরই অভিনয় পরিকল্পনা রয়েছে। অনেক সিনেমার অফার আছে। আমি একসাথে অনেক কিছু করতে পারি না।
যখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তখন সেই দায়িত্ব ঠিকঠাক পালন করেছি। সেটা করতে গিয়ে অভিনয় করতে পারিনি। তাই এখন অভিনয়ে মনোযোগ দিতে চাই। পরেরবার ইনশাল্লাহ নির্বাচনের প্রার্থী হওয়ার চেষ্টা করবো।’