কমনওয়েলথ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনের সময় আইনের প্রয়োগ কীভাবে হয় তা জানতে চেয়েছিল। সেই সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিরোধ কীভাবে নিষ্পত্তি হয় তাও জানতে চেয়েছেন তারা।
বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, “তারা (প্রতিনিধিদল) প্রায় ৪০ মিনিট সেখানে ছিলেন। তারা আমাদের আইন সম্পর্কে জানতে চান। নির্বাচন সংক্রান্ত আইন কী, হাইকোর্টের কী ক্ষমতা আছে? তারা জানতে চায় কীভাবে সহিংসতা বা অন্যান্য বিষয় নির্বাচনের সময় যেসব সমস্যা সমাধান করা হয়, সেসব বিষয়ে কী আইন আছে।
এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রতিটি জেলার জন্য আমাদের একটি করে টিম থাকে বলে প্রতিনিধি দলকে জানিয়েছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরেকটি টিম প্রতিটি উপজেলায় থাকে, তারা এগুলো দেখেন। তাদের এখতিয়ারটা কী, তারা কী করতে পারেন- এগুলো উদাহরণসহ বলেছি।’
প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কেও জানতে চায়। অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা রিপোর্ট করেছি যে ২০০১ সালে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সে সময় ধর্মীয় সংখ্যালঘুরা নির্যা”তিত হয়েছিল। পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটেনি। তারা জানতে চান পোস্ট ইলেকশনের মামলাগুলো কীভাবে হয়, কারা ডিসিশন নেয়, এগুলোর প্রসিডিউরটা কী- এই জিনিসগুলো জানতে চেয়েছে।’