চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন দলীয়ভাবে অসহযোগিতা ও সমন্বয়হীনতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি জাতীয় পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি। একই সঙ্গে তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নেন।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের শান্তিপাড়ায় নিজ বাড়ি থেকে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবারের ভোট কেমন হচ্ছে তাতো জানছেন। আমাদের পার্টির চেয়ারম্যান আর মহাসচিব আমাদের সঙ্গে কোন যোগাযোগ করেন না। কেবল মনোনয়ন দিয়েই ছেড়ে দিয়েছেন। দল থেকে কোন নির্বাচনের খরচাপাতি দিচ্ছে না। তারা যে ২৬ জন আছেন সেটা নিয়েই ব্যস্ত। আর আমরা ২৫৭ জন পড়েছি মহাবিপদে।
এবারের ভোট হচ্ছে অন্যরকম। টাকা ছাড়া কেউ কথা বলে না। নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা উড়াছে কোটি কোটি টাকা। সেখানে আমার যা ছিল তা ব্যয় করেছি। আমি আর পারছি না। তাই সরে দাঁড়ালাম।
তবে চুয়াডাঙ্গা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী রবিউল ইসলাম শেষ পর্যন্ত মাঠে থাকবেন।