দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েও নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন হিরো আলম। আগামী ১৭ ডিসেম্বর তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন।
বৃহস্পতিবার বিকেলে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম।
মনোনয়নপত্র প্রত্যাহারের কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের অনেক কারণ রয়েছে। ভোটারদের আশ্বাসে এমপি প্রার্থী হওয়ায় আমাকে ভোট থেকে সরে দাঁড়ানোর সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে। আমি ১৭ তারিখে কারণ ব্যাখ্যা করব।
এর আগে হলফনামা ও অন্যান্য সহায়ক নথিতে স্বাক্ষর না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে গত ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে হিরো আলম তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রতি বছরই তা বাতিল হয়। এটা কোনো সমস্যা নয়।’
পরে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করেন তিনি। গত ১০ ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিলের অনুমতি দিয়ে তার পক্ষে রায় দেয় নির্বাচন কমিশন।