বিগত কিছুদিন আগে আসন্ন জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে এক সংলাপ সভার আয়োজন করা হয়। ওই সংলাপ সভায় নির্বাচন কমিশন থেকে ৩৫ জনকে আমন্ত্রণ করলেও মাত্র ১৯ জন উপস্থিত হয়। এই নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপির ( BNP ) কোন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ( Awami League ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি আরও বলেন, জনগণ জানে বিএনপি গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথে যেতে আগ্রহী।বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের আইন করেছে।সেই আইনের পরিপেক্ষিতে কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের জন্য আমন্ত্রন জানান।ওবাইদুল কাদের ( Obaidul Quader ) বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সারাদেশের সর্বস্তরের মানুষই আগ্রহী তবে শুধু বিএনপি নয়।