বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন একটি প্রধান বিষয়। আর এই নির্বাচনের বিষয়টিকে কেন্দ্র করে নানা ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও সরকারি নিয়ম নীতির বাইরে গিয়ে নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়েন। এবার তেমনই একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়। যেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে করা হলো প্রত্যাহার।
টাঙ্গাইলের দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের ১৫ জুন উপনির্বাচনে ওসি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। ওই অভিযোগের আলোকে নির্বাচন কমিশন ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়।
সোমবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে এ সংক্রান্ত একটি চিঠি আসে। বিষয়টি নিশ্চিত করতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেনকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি ওই দিন বিষয়টি নিয়ে তেমন কিছু না বলে বরং চেপে যান। মঙ্গলবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সাজ্জাদ হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি বেশ কয়েকবার ফোন কেটে দেন। তাই এ বিষয়ে তার সাথে কথা বলা যায়নি। তবে নির্বাচন কর্মকর্তা এ বিষয়টি নিয়ে তেমন কোনো কথাও বলেননি।