গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি (জাপা)। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুককে একথা বলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার (১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসায় নৈশভোজে অংশ নেন ব্রিটিশ হাইকমিশনার। জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের রাজনৈতিক সচিব সাইমন পেজ।
মাসরুর মওলা বলেন, সারাহ কুক জানতে চেয়েছেন জাপা আগামী নির্বাচনে অংশ নেবেন কি না? জবাবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। নির্বাচন নিয়ে দলের নেতাদের নিজস্ব প্রস্তুতি ও ভাবনা রয়েছে। নির্বাচনে অংশ না নিলে দল ভেঙে যাবে। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।