চার দিনের সফরে আগামীকাল (শনিবার) ঢাকা আসছেন কনজারভেটিভ ও লেবার পার্টির ৪ সদস্যের ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দল। সফরকালে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
তারা সিলেট অঞ্চলেও যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র রাতে হিউম্যান ল্যান্ডকে এ তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তাজনিত কারণে প্রতিনিধি দলের সদস্যদের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা না গেলেও তারা শনিবার ভোরে ঢাকায় পৌঁছাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।
সফরকালে প্রতিনিধি দলটি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে নৈশভোজে অংশ নেবে। তাছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চান। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারপ্রধান ও স্পিকার অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।