Tuesday , December 24 2024
Breaking News
Home / Countrywide / নির্বাচনমুখী পরিস্থিতি কেন্দ্রীক প্রথম সংলাপ শেষ করলেন সিইসি

নির্বাচনমুখী পরিস্থিতি কেন্দ্রীক প্রথম সংলাপ শেষ করলেন সিইসি

নির্বাচন কেন্দ্রিক প্রথম সংলাপ শেষ করলেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি)। গতকাল (রবিবার) দুপুর ৩ টার  দিকে সংলাপ শুরু হয়েছিল। নির্বাচন কমিশন কার্যালয় নির্বাচন কর্মকর্তা ড. আলমগীর ( Dr. Alamgir ) প্রথম সংলাপের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বিগত  মাসের ২৬শে ফেব্রুয়ারি ( February ) রাষ্ট্রপতির নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। তিনি ২৮ ফেব্রুয়ারি ( February ) সর্বপ্রথম দায়িত্ব গ্রহণ করেন। ১৩ই মার্চ ( March ) দুপুর প্রথম সংলাপ অধিবেশন শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল ( Kazi Habibul ) আউয়াল কমিশনের প্রথম সংলাপ শুরু হচ্ছে আজ রোববার। বিকেল ৩টার  দিকে ৩০ জন শিক্ষাবিদকে নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।এরপর বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সংলাপে বসবে সাংবিধানিক সংস্থাটি। ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার ( Wednesday ) (৯ মার্চ ) নির্বাচন কমিশনারের কার্যালয়ে ড. আলমগীর ( Dr. Alamgir ) বলেন, সংলাপের মাধ্যমে বিষয়টি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সঠিক পছন্দ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব।গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল ( Kazi Habibul ) আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নেন। ২৮ ফেব্রুয়ারি ( February ) তারা প্রথম দায়িত্ব গ্রহণ করেন।

সংলাপে আমন্ত্রিত ব্যক্তিরা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, একই বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম ( Dr. Syed Manjurul Islam ), আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ( Dr. Asif Nazrul ) ও অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান ( Dr. Borhan Uddin Khan ), অধ্যাপক এম জাফর ইকবাল, অধ্যাপক দিলারা চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ( Abdullah Abu Sayeed ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন ( Dr. Nurul Amin ) বেপারী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন ( Dr. M Anwar Hossain ), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক লায়লুফার ইয়াসমিন ( Yasmin ), অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার ( M Abul Kashem Majumder ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম ( Dr. Sadeka Halim ), জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ( Dr. Nazmul Ahsan Kalimullah ), অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. মোঃ মহব্বত খান, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ( Dr. Mobasher Monem ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান ( Md. Akhtaruzzaman ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ( Farzana Islam ), বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ( Private North South University ) উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ( Independent University ) উপাচার্য প্রফেসর তানভীর হাসান ( Tanvir Hasan ), সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এএফএম মফিজুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ( World University Bangladesh ) উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী ( Dr. Abdul Mannan Chowdhury ), ইউল্যাবের ( Ulab ) সাধারণ শিক্ষা বিভাগের অধ্যাপক সলিমুল্লাহ খান ( Salimullah Khan ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ( Dr. AAMS Arefin Siddique ), বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হাসান ( Ferdous Hasan ) ও তাসনিম আরিফা সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ( Government Jahangirnagar University ) ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ শামসুল আলম ও অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান ( Al Masood Hasanuzzaman ) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ( Muhammad ) ইয়াহিয়া আখতার।

উল্লেখ্য, সংলাপের মাধ্যমে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করছেন সিইসি। আমন্ত্রিত ব্যক্তিরা সংলাপে নির্বাচনমুখী পরিস্থিতি কি হতে পারে তাই নিয়ে আলোচনা করেন। আলোচনার বিষয়টি পুরোপুরিভাবে গণমাধ্যমকে সিইসি কর্মকর্তারা এখনো জানাননি। পরবর্তীতে জানাবেন কিনা সেটা নিয়েও তেমন মন্তব্য করেননি।

About bisso Jit

Check Also

ভারতের গণমাধ্যমে প্রতিবেদন ফাঁস, বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *