নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় এক ছাত্রীর সাথে নির্জন কক্ষে দীর্ঘ সময় কাটানোর জন্য অভিযুক্ত হলেন এক প্রভাষক। এরপর ঐ শিক্ষককে ঘটনার কারণ দর্শানোর নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ। ঘটনা ঘটেছে গুরুদাসপুর উপজেলার রোজী মোজাম্মেল মহিলা কলেজে যেটা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। মো. মাজেম আলী নামের ঐ কলেজ শিক্ষক ঐ কলেজের সামাজিক বিজ্ঞানের প্রভাষক। অভিযোগ উঠেছে ঐ শিক্ষক কলেজের একটি কক্ষে ঐ কলেজের এক ছাত্রীর সঙ্গে সময় কাটান।
জানা যায়, মাজেম আলী ২০ বিকেলে কলেজে প্রবেশ করে একটি কক্ষে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রীর সাথে দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। ঘটনার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেয় কলেজ কর্তৃপক্ষ। পরদিন শিক্ষক মাজেম আলীকে কারণ দর্শানোর নোটিশ দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল করিম আব্বাসী।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, দায়িত্বরত কর্মচারী ও আবাসিক ছাত্রীদের অভিযোগে বিভাগীয় কক্ষে একজন ছাত্রীসহ অবস্থান করেন মাজেম। এতে কলেজের ভাবমূ’র্তি ক্ষু’ণ্ন হয়েছে। তাই অভিযুক্ত মাজেমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্মদিবসের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত প্রভাষক মাজেম আলী বলেন, কলেজ কর্তৃপক্ষ কমিটির প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিবাদ করে আমাকে বিপ’দে ফেলার চেষ্টা করছে। শোকেসও জবাব দেওয়া হয়েছে।
মো. শাহনেওয়াজ আলী যিনি ঐ কলেজের সভাপতি ও পৌর মেয়র হিসেবে রয়েছেন তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ধরনের ঘটনায় কলেজের সুনাম খর্ব হয়। ঐ শিক্ষকের বিষয়ে খুব তাড়াতারি একটি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।