সম্প্রতি ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে সং/ঘর্ষ পরিস্থিতি তৈরী করে। অথচ শান্তিপূর্ণ সমাবেশেল লক্ষে তাদের জন্য কোনো নিরাপত্তার উদ্যোগ নিতে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর।কারণ তারা উদ্দেশ্যই ছিল বিএনপির সমাবেশ পণ্ড করা।এমনটিই প্রকাশ্যে এসেছে নানা মাধ্যম থেকে।সরকার বুঝতে পেরেছে বিএনপি সমাবেশ সফল হলে তাদের একতরফা নির্বাচন করা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট্র রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
কুকুরটাকে মারতে চাইলে আগে বলো এর র্যাবিস (জলাতঙ্ক) হয়েছে। এটা একটা ফ্রেঞ্চ প্রবাদ। অঞ্চলভেদে এটা বিভিন্নভাবে বলা হয়। যেমন কাউকে খারাপ নাম দাও এবং ঝুলিয়ে দাও। সরলভাবে এর মানে হচ্ছে, কাউকে নিপীড়ন করতে চাইলে প্রথমে তার গায়ে কালিমা লেপন করো। নানা আলামত দেখে প্রশ্ন আসতে পারে, গত ২৮ অক্টোবরের ঘটনাবলির পরিপ্রেক্ষিতে তা–ই কি হচ্ছে এখন দেশে?