সিলেটের বন্যায় ওই জায়গার মানুষ এক ভয়াবহ অবস্থায় দিন কাটাচ্ছে। সেখানে জলবদ্ধতায় প্রচুর মানুষ আটকে পড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন সংকট তৈরী হয়েছেন। এ সময় দেশের সকল মানুষকে এই বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানো কর্তব্য। কারন এ সময় তাদের পাশে না দাড়ালে তারা বিশাল এক বিপর্যয়ের মধ্যে পড়বে যা কখনো কারর কাম্য হতে পারে না। এবার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় না করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষা করা যায় না?
অথবা এই ভয়াবহ মানবিক বিপর্যয়কালে সেতু উদ্বোধনের আনন্দ-উৎসবের আনুষ্ঠানিকতা কিছুদিনের জন্য পিছিয়ে দেয়া যায় না?
নিতান্ত মানবিকবোধ থেকে মনে হচ্ছে এসব সরকারের ভেবে দেখা উচিত।
প্রসঙ্গত, পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যে পরিমান অর্থ ব্যয় করা হবে সেটা যদি বন্যা দুর্গত মানুষের জন্য সহায়তার কাজে লাগানো হয় তাহলে তারা অনেক উপকৃত হবে। কারন বন্যায় মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।