কাতারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপ ফুটবল, আর এই ফুটবলের বড় আসরে ফ্রান্সের সাথে লড়াইয়ে লিওনেল মেসির দল বিশ্বকাপ জিতে নিল। বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর সমগ্র আর্জেন্টিনা আনন্দে ভাসছে। তারা শিরোপা জয় করে ফিরে যান নিজেদের দেশে এবং সেখানে তারা ছাদ খোলা বাসে চড়ে মানুষের স্বাগত জানানোর বিষয়টি উপভোগ করেন। তবে নিরাপত্তাজনিত কারণে মিছিল বন্ধ রাখা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ খোলা বাসে ফুটবল বিশ্বকাপের জয় উদযাপনের সময় মেসিকে ঘিরে ছিলেন লাখো সমর্থক। কিছু ভক্ত ফুটওভার ব্রিজ থেকে তাদের টিম বাসে লাফিয়ে পড়েন। এতে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাহীনতায় পড়ে যায় পুরো আর্জেন্টিনা দল। ফলে কর্তৃপক্ষ মিছিল বন্ধ করতে বাধ্য হয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি চিকি ট্যাপি এক টুইটে বলেছেন, “নিরাপত্তার কারণে আইন প্রয়োগকারীরা আমাদের উদযাপন বন্ধ করতে বলেছে। খেলোয়াড়দের নাম নিয়ে বলছে, এটি আমাদের জন্য লজ্জার বিষয়।’
এর আগে, বুয়েনস আইরেসে উদযাপন করতে গিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান মেসি। গভীর রাতে ভক্তদের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন বিশ্বচ্যাম্পিয়নরা। বাসের এক কোণায় মেসির সঙ্গে বসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। হঠাৎ করে তাদের সামনে রাস্তায় যে সমস্ত তার ঝুলে থাকে সেগুলোর একটি এসে পড়ে। তারা সেই সময় দ্রুত মাথা নিচু করে সেই তারের আঘাত থেকে রক্ষা পান। তবে তাদের একজনের মাথায় সেই তার দ্বারা আঘাত লাগে।