রুমিন ফারহানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় একটি নাম। বর্তমানে বিএনপির নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্থান হওয়ার পেছনে অন্যতম একজন হলেন রুমিন ফারহানা। এ দিকে কুমিল্লায় বিভাগীয় সমাবেশের মঞ্চে দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা একে একে মঞ্চে এসে বক্তব্য দেন। বেলা ১টায় নির্ধারিত আসনে বসে সমাবেশে আগত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান রুমি ফারহানা।
মঞ্চের সামনে রুমিন ফারহানাসহ কেন্দ্রীয় নেতাদের জন্য আসন রাখা হয়েছে। তখন খুব রোদেলা ছিলো. তাই রুমিন সামনের সিট থেকে ফিরে এসে ছায়ায় বসল।
উৎসাহী কর্মীরা ছবি ও সেলফি তুলতে তাকে ঘিরে ধরে।
এতে ক্ষোভ প্রকাশ করেন রুমিন।
তিনি যত বেশি বিরক্ত হন, তত বেশি কর্মীরা তার সাথে ছবি তুলতে ভিড় করেন।
এ সময় দলের বিভিন্ন ওয়ার্ডের অন্তত বিশজন নেতাকর্মী ছবি তুলতে আসেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রুমিন মঞ্চের পেছনের চেয়ার ছেড়ে তার জন্য সংরক্ষিত সিটে বসেন।
প্রসঙ্গত, এ দিকে নিজ দলের সমাবেশে গিয়ে বেশ বিপাকেও পড়েছেন তিনি। শুক্রবার রাত ৯টায় রুমিন ফারহানার মোবাইল ফোন চুরি হয়। কুমিল্লা বিভাগীয় সংসদের টাউন হল মাঠে যাওয়ার কিছুক্ষণ পর তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়। আন্দাজ করে ব্যাগ খুলল রুমিন। কিন্তু মোবাইল ফোন ছাড়া আর কিছুই হারিয়ে যায়নি।