সম্প্রতি দেশের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েল। এর আগে প্রকাশ্যে অস্ত্র হাতে মনিরুজ্জামান জুয়েল একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহুর্তে ভাইরাল হতে দেখা যায়। আর এরপর পরই রীতিমতো আলোচনায় আসেন তিনি।
তবে এরই মধ্যে এবার জানা গেল, ওই যুবলীগ নেতা অস্ত্রটি থানায় জমা দিয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী ফারজানা হক চৌদ্দগ্রাম থানায় হাজির হয়ে অস্ত্র সমর্পণ করেন।
শনিবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাইরাল হওয়া অস্ত্রের লাইসেন্স আছে। এটি দেখতে সামরিক অস্ত্রের মতো হলেও এটি একটি দুই পয়েন্ট দুই বোরের রাইফেল। যার মডেল জিএসএস-৫। এটি জার্মানিতে তৈরি। আমরা তার লাইসেন্স পরীক্ষা করে অস্ত্রের সঙ্গে মিলেছি। এটার বৈধ লাইসেন্স আছে।
ওসি বলেন, ভাইরাল হওয়া ছবিটি চেয়ারম্যানের ওপর হামলার দিনের নয়। ছবিটা অনেক আগের। হামলার দিন ছবি ভাইরাল হওয়ায় আমরা তার পরিবারকে অস্ত্র সমর্পণের আহ্বান জানাই। অবশেষে শুক্রবার রাতে যুবলীগ নেতা জুয়েলের স্ত্রী ফারজানা হক এসে অস্ত্রটি থানায় জমা দেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে এই যুবলীগ নেতার বিরুদ্ধে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় জুয়েলের ঐ ছবিটি ব্যাপক ভাইরাল হতে দেখা যায়।