বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুধু গ্যালিরিতেই নয়, রাজনীতির মাঠেও রয়েছে তার তুমুল জনপ্রিতা। তবে সম্প্রতি গুণী এই তারকার সম্পদ নিয়ে করা একটি প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরপরই রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক শোরগোল।
যেখানে মাশরাফিr সম্পদ দেখানো হয় ৫১০ কোটি টাকা।
ভারতের ‘ক্রিকট্রেকার ‘ নামে একটি ক্রীড়া সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। যার ভিত্তিতে সোমবার বাংলাদেশের কয়েকটি অনলাইন পোর্টাল মাশরাফির সম্পদের খবর প্রকাশ করে। তবে আলোচনা ক্রমবর্ধমান হওয়ায় ক্রিকট্রেকার প্রতিবেদনটি সরিয়ে দিয়েছেন।
এদিকে নিজের সম্পদ নিয়ে প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাশরাফি। তিনি বরং বিস্মিত যে, দেশের কয়েকটি গণমাধ্যম যাচাই-বাছাই না করে কীভাবে এই খবর প্রকাশ করল!
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’
‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’
এ ঘটনায় মাশরাফির করা এই স্ট্যাটাসে ইতিবাচক মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খী। একই সঙ্গে মাশরাফিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।