মেহজাবীন চৌধুরী ( Mehzabin Chowdhury ) বাংলাদেশের ( Bangladesh ) ছোটো পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী। তার ভিন্ন ধারার অভিনয়ে জন্য তিনি অনেক অল্প সময়ে তার ভক্তদের মন জয় করে নিয়েছেন। মেহেজাবীন ( Mehjabin ) মূলত লাক্স চ্যানেল আই ( Lux Channel ) সুপারস্টার থেকে অভিনয় জগত ( Past )ে পদার্পন করেছেন। সেই থেকে তিনি অভিনয় করছেন অসংখ্য নাটক ও টেলিফিল্ম এ। এসবের পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনও করেছেন। জানা গেছে, মেহজাবীন ভোটের প্রচারে নেমেছেন।
টেলিভিশন নাটকে এই সময়ের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ( Mehzabin Chowdhury )। গত ( Past ) কয়েক বছর ধরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে।
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী ( Mehzabin Chowdhury )। এরইমধ্যে শুরু হয়েছে প্রথম পর্বের ভোট গ্রহণ। অন্তর্জালে ভোট প্রচারে নেমেছেন মেহজাবীন।
তিনি লিখেছেন, ”শুরু হয়ে গেল ‘মেরিল-প্রথম আলো ( 'Meryl-Prothom Alo ) পুরষ্কার-২০২১’ এর প্রথম পর্বের ভোট। আপনাদের দোয়া এবং ভালোবাসায় গত ( Past ) বছর আমার অভিনীত ৫ টি নাটকের জন্য ‘সেরা অভিনেত্রী’ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে আপনাদেরই ভোট।”
ভোট করার নিয়ম জানিয়ে মেহজাবীন লেখেন, ‘ভোট দেয়া যাবে ৩টি পদ্ধতিতে :
১. অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে- https://lm.facebook.com/l.php…
২. প্রথম আলোর পেপারে দেওয়া কুপন কেটে, পূরণ করে৷ সেটি ডাকযোগে কিংবা নিজে গিয়ে প্রথম আলোর অফিসে জমা দিতে পারেন।
৩. এসএমএস এর মাধ্যমে।
এসএমএস দেওয়ার নিয়ম: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP স্পেস 3g লিখে পাঠিয়ে দিন 22221 নাম্বারে (MP 3g to 22221)। প্রথম পর্বে ভোট দেওয়ার শেষ সময় ২৮ মার্চ ( March ), ২০২২।’
উল্লেখ্য, মেহেজাবীন ( Mehjabin )ের অভিনয়ে অন্যরকম একটা জাদু আছে। তার অভিনয় এতটাই শৈল্পিক যে তার অভিনয়ে প্রশংসা কুড়িয়ে থাকেন প্রায় নাটকের মাধ্যমে। মেহেজাবীন ( Mehjabin ) তার এই ভোটের অভিযানে নি:সন্দেহে জয়ী হবেন। তবে তিনি তার প্রচারনার মাধ্যমে দর্শকদের ভোট পাবেন কিনা সেটা নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি।