সম্প্রতি একের এক দুর্ঘটনায় লাশের মিছিল যেন থামছে দেশে। কত মায়ের সন্তান বুক খালি করে না ফেরার দেশে চলে যাচ্ছে তার বৃথা শুধু সেই মা বঝতেছে। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে নানা দুর্ঘটনায় প্রতিনিয়ত জীবন দিচ্ছে দেশের মানুষ। অথচ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে বলে গলা ফাটিয়ে ফেলছে এমপি-মন্ত্রীরা। এ বিষয়ে নিয়ে সামাজি যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল পাঠকদের জন্য নিচে তুরে ধরা হল।
আমার কান্না এলো। কয়েকবার আগুন জ্বলে উঠলো মাথায়। অভিশাপ এলো বুকে, গালাগালি এলো মুখে, মাথা ভার হয়ে এলো হতাশায়। কিছুই লিখলাম না অবশেষে কাল!
আজ সকালে একটা জিনিষ শুধু লিখতে ইচ্ছে হলো। গার্ডারে চাপা পড়া মৃ/ত্যু, প্লাষ্টিকে পুড়ে মৃ/ত্যু, বাসের চাকায় থেতলে মৃ/ত্যু – এসব দেখে দেখে কেমন লাগে তাদের? একটুও কি বুক মোচড়ায় না এমন হৃদয়বিদারক মৃ/ত্যুতে!
প্রধানমন্ত্রী, সড়কমন্ত্রী, বিভিন্ন ধরনের উন্নয়নমন্ত্রী এসব তো অনেক দেখলেন। কষ্ট লাগে না? একবার চিন্তা হয়না রামপাল, রূপপুরে দুর্ঘটনা হলে কি হবে দেশে? রডের বদলে বাশ দিয়ে উন্নয়নে কি অবস্থা হবে মানুষের?
আপনাদের সন্তান, পরিবারের প্রায় কেউ থাকে না এদেশে। কিন্তু আমরা আছি, আমাদের সন্তানরা আছে। আপনাদের মতো আমরাও চাই আমাদের সন্তান থাকুক নিরাপদে।
নিজেদের সন্তানদের বেহেশতে পাঠিয়ে আমাদের সন্তানদের জন্য নরক তৈরী করছেন কেন?
এটা কেমন নেতৃত্ব?
প্রসঙ্গত, দেশের উন্নয়ন কথা বলা হলেও কি প্রকৃত অর্থে জনগণের কোনো উপকার হয়েছে কিনা প্রশ্ন ড. আসিফ নজরুলের। তিনি বলেন, দেশের মানুষের জন্য আসলেই চিন্তা করলে প্রতিনিয়ত দুর্ঘটনায় দেশের মানুষ মা/রা যেত না।