কলকাতার অত্যন্ত খ্যাতিমান ও কিংবদন্তি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ দুই দশকেরও অধিক সময় ধরে অত্যন্ত সফলতার সাথেই কাজ করে যাচ্ছেন তিনি। তবে মাঝে মধ্যেই ব্যক্তিগত নানা বিষয় নিয়ে প্রায় সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় এই অভিনেত্রীকে। তবে এরই মধ্যেই গত কয়েকদিন আগে মায়ের সঙ্গে চর্চিত হয়ে উঠল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুকের নাম।
তার জেরে গভীর রাতে ছেলেকে নিয়ে থানায় যান মা শ্রাবন্তী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিবেশীর সঙ্গে ঝিনুকের ঝামেলা হয়। প্রতিবেশীরাও বসে থাকেনি। তিনি সর্বশক্তি দিয়ে তাকে আক্রমণ করেন। নায়িকার ছেলে বলে সা’ত’ খু’নে’র’ অজুহাত নেই- তাকে বোঝাতে চেয়েছেন তারা।
শ্রাবন্তী এবং তার ছেলে দক্ষিণ কলকাতায় একটি বিলাসবহুল বাড়িতে ভাড়া থাকেন। একই বাড়িতে থাকেন টলিউড তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। একই বাড়ির আরেক প্রতিবেশীর ছেলের সঙ্গে ঝিনুকের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়।
ছেলের ওপর এমন হামলা মেনে নিতে পারেননি মা শ্রাবন্তী। রাতের আঁধারে ফোঁস ফোঁস করতে করতে প্রতিবেশীর বাড়িতে হাজির। এরপর তিনি সরাসরি থানায় যান। সেই সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রীর বর্তমান বয়ফ্রেন্ড ও ফিটনেস প্রশিক্ষক অরিজিত ঘোষাল।
শ্রাবন্তীর প্রতিপক্ষ অলসভাবে বসে থাকেনি। তারা আনন্দপুর থানায়ও যান। দুই পক্ষের মধ্যে হ্যান্ডশেকও হয়। একপর্যায়ে ওই থানার পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে এগিয়ে আসে। তাদের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। ফলে মামলা-মোকদ্দমায় না জড়াতে দুই পক্ষই বাড়ি ফিরে যায়।
১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ নামক একটি সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শ্রাবন্তী। বর্তমানে টলিউডের শীর্ষ অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।