Friday , March 14 2025
Breaking News
Home / Entertainment / না ফেরার দেশে নায়ক উজ্জ্বলের স্ত্রী, মায়ের জন্য দোয়া চাইলেন আশরাফ

না ফেরার দেশে নায়ক উজ্জ্বলের স্ত্রী, মায়ের জন্য দোয়া চাইলেন আশরাফ

গতকাল বুধবার (১৩ অক্টোবর) দিনগত রাত ৩ টা ৫৯ মিনিটে হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আশরাফ উদ্দীন আহমেদ উজ্জ্বলের স্ত্রী মেরিনা। গত বেশকিছু দিন ধরে কিডনি জনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

এদিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গুণী এই অভিনেতা নিজেকেই।

নায়ক উজ্জ্বলের পুত্র মেহবুব আশরাফ জানান, বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে তার মা (মারিনা আশরাফ)-এর জানাজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ১৯৭০ সালে কবরীর বিপরীতে ‘বিনিময়’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন নায়ক উজ্জ্বল। তবে দর্শকদের নজরে আসেন ‘সমাধান’, ‘অনুভব’ সিনেমার মধ্য দিয়ে। কর্মজীবনে একাধিক ব্যবসায় সিনেমা উপহার দিয়েছেন তিনি, সেই সঙ্গে পেয়েছেন কোটি কোটি ভক্তের ভালোবাসা।

About

Check Also

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর মঞ্চে ফিরে এলেও গান পরিবেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *