আজ সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২ টা ৪৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক গোলাম রাব্বানী মারা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান।
এর আগে গত জুন মাস থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই বিচারপতি।
১৯৯২ সাল থেকে তিনি বিচারক হিসেবে দায়িত্ব নেন। তিনি ২০১২ সালে বিচারক থেকে অবসর গ্রহণ করেন।
আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন গোলাম রব্বানী। তিনি আইন বিষয়ে বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইগুলোর মধ্যে সিপিসি অন্যতম। যা একটি রেফারেন্স হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
আপিল বিভাগের এই বিচারপতির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জানিয়েছেন অনেকেই। এ সময়ে সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করেন।