Saturday , January 11 2025
Breaking News
Home / Countrywide / নাট-বল্টু কান্ড: এবার মাদ্রাসার ৩ শিক্ষার্থী জনসমক্ষে কাটা হলো চুল

নাট-বল্টু কান্ড: এবার মাদ্রাসার ৩ শিক্ষার্থী জনসমক্ষে কাটা হলো চুল

পদ্মা সেতুর নাট বল্টু খোলা নিয়ে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই মামলা এখনো চলমান রয়েছে। এবার নাট বল্টু চুরি নিয়ে তিন মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পি”টিয়ে চুল কেটে দিলেন নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভার এম এ হালিম সিকদার। এ ঘটনার পর ওই এলাকায় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার অর্থাৎ জানুয়ারি সকাল ১০টার দিকে। জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটেছে।

তার মালিকানাধীন সাইজিং মিলের মেশিনের নাট-বোল্ট চুরির অভিযোগে শিক্ষার্থীদের হাত দিয়ে পিটিয়ে স্থানীয় বাসস্ট্যান্ডে নিয়ে গিয়ে শত শত মানুষের সামনে তাদের চুল কেটে দেয়া হয়। নির্যাতনের শিকার তিন শিক্ষার্থী হলেন গোপালদী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বায়েজিদ (১০), হিফজ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও আফ্রিদ (৮)।

এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষো”ভ বিরাজ করছে। অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর মেয়র হালিম সিকদারের লোকজন নি”/র্যাতিত তিন শিশুদের পরিবারকে থানায় অভিযোগ না করার জন্য হু”/মকি দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, রামচন্দ্রদী গ্রামের গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের মালিকানাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কিছু নাট-বোল্ট নিয়ে খেলছিল তিন শিক্ষার্থী। মিলের লোকজন বিষয়টি মেয়রকে জানান। পরে শিক্ষার্থীদের বাড়ি থেকে ধরে এনে মিলের ভেতরে নিয়ে গিয়ে মেয়র হালিম সিকদার তাদের হাত-পা বেঁধে নি”/র্যাতন করে। সময় শিশুদের স্বজনরা মিনতি করলেও মন গলেনি মেয়রের। পরে আশপাশের লোকজন জড়ো হলে তিন শি”শুকে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে নিয়ে শতাধিক মানুষের সামনে চুল কেটে ছেড়ে দেওয়া হয়।

নি”/র্যাতিতা শিশু বায়েজিদের বাবা জাহাঙ্গীর বলেন, আমার ছেলেসহ তিন শি”শুকে কোনো কারণ ছাড়াই নির্যা’/’তন করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি।

গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার গণমাধ্যমকে বলেন, এরা পেশাদার চোর। এর আগেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কে”টে দিলাম।

আত্মীয়স্বজন না ডেকে শিশুদের নি”/র্যাতন করার এখতিয়ার কি আপনার আছে? সাংবাদিকরা জানতে চাইলে মেয়র জানতে চান, গণমাধ্যমের এমন প্রশ্ন করার অধিকার আছে কি না?

আজিজুল হক হাওলাদার যিনি আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি ঘটনার বিষয়ে বলেন, ঘটনাটি ঘটেছে আমি জানতে পেরেছি। তবে সেটা কোন অভিযোগের প্রেক্ষিতে নয়, লোকমুখে শুনেছি। তবে যদি এই ঘটনায় কেউ অভিযোগ করেন তাহলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

About bisso Jit

Check Also

কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান, আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *