Saturday , December 28 2024
Breaking News
Home / Countrywide / নাটোরে তীব্র ঠান্ডায় রেললাইনে ফাটল

নাটোরে তীব্র ঠান্ডায় রেললাইনে ফাটল

নাটোরের নলডাঙ্গায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ফলে বেশ কিছুদিন ধরে ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইন পাহারায় থাকা একজন আনসার সদস্য মধ্যনগর রেলওয়ে স্টেশনের উত্তরে ২৪৪ নম্বর ব্রিজের কাছে রেললাইনে ফাটল দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে রাতেই রেললাইন মেরামতের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মিজানুর রহমান বলেন, আমরা রেললাইনের পাশে টহল দেওয়ার সময় রেললাইনে ফাটল দেখতে পাই। বিষয়টি দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

এ ব্যাপারে মধ্যনগর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শামীম হোসেন জানান, রেললাইনে ফাটলের খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। সেখান থেকে প্রকৌশলীরা এসে মেরামতের কাজ শুরু করেন।

তিনি বলেন, অতিরিক্ত ঠান্ডার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ওই লাইনে কিছুক্ষণ ধীরগতিতে ট্রেন চলাচল করে।

About Zahid Hasan

Check Also

খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫

নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আসা ১৫ যুবক ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *