আসন্ন ১০ ডিসেম্বর রাজধানীর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কিন্তু এ সমাবেশকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এতো জায়গা থেকে কেন বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাচ্ছে, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
আর এরই ধারাবাহিকতায় এবার কড়া বার্তা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নয়াপল্টনে ২৫ লাখ মানুষ কেন জমায়েত হবে তা এখন আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে এটা করতে চান? এটা আমাদের দেখার বিষয়।
তিনি বলেন, কেন তারা বলছে যে এখানে বসে তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন। এগুলো হয়ে থাকলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ের আওলাদ হোসেন মার্কেটে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তবে যাই হোক না, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে মহাসমাবেশ পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।