বাংলা রুপালী জগতের এক সময়ের অন্যতম দাপুটে অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে। তবে হঠাৎ করেই সিনেমা জগত থেকে অনেকটা হারিয়েই গিয়েছিলেন এই নায়িকা। এরপর আবারও পর্দায় আগমন করে ভক্তদের মাঝে আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে দেওয়া হয়েছে ৬৫ লাখ টাকা। তবে তিনি এই অনুদান পেয়েছেন কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়, সিনেমা নির্মাণের জন্য।
বুধবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। শুধু অপু নয়, অনুদান পাওয়া অন্যদেরও এদিন চেক দেওয়া হয়।
অপু বিশ্বাস বলেন, এর মধ্য দিয়ে তার জন্য নতুন পথচলা শুরু হলো। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। অপু বলেন, ‘নতুন যাত্রা, নতুন জীবন, সবার কাছে দোয়া চাই। বাংলা চলচ্চিত্রের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আমি আশা করি সবসময় আপনাকে বাংলা চলচ্চিত্রের পাশে দেখতে পাব। বাংলা চলচ্চিত্রের জয়।
‘লাল শাড়ি’ ছবির জন্য প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। যা নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সরকারের কাছ থেকে পাওয়া ৬৫ লাখ টাকা দিয়ে প্রয়োজনে আরও টাকা যোগ করতে পারবেন অপু। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষে সিনেমাটি মুক্তি দিতে হবে।
প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে মোট ১৯টি চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে। এই তালিকায় শাকিব খান প্রযোজিত একটি সিনেমাও রয়েছে। যার প্রাথমিক নাম ‘মায়া’। এটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।
২০০৬ সালে ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রাখেন অপু বিশ্বাস। বর্তমানে তার ঝুলিতে রয়েছে একাধিক ব্যবসায় সফল সিনেমা। তার অভিনীত সিনেমার মধ্য উল্লেখযোগ্য- ‘কোটি টাকার কাবিন’, ‘মনে বড় কষ্ট’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘এক টাকার দেনমোহর’, ‘একবুক ভালোবাসা’, ইত্যাদি।