নির্বাচন ও সরকারের পতনকে সামনে রেখে রাজপথের কর্মসূচির কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিদিনই কর্মসূচি নির্ধারণে বসেছেন দলটির নেতারা। আলোচনা চলছে আন্দোলনে সমর্থনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি আরো বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন চলবে।
আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, “আমাদের নেতারা প্রায় প্রতিদিনই বসে আছেন। কর্মসূচি ঠিক করে আবারও জানাবেন। আমরা এখনো কর্মসূচিতে আছি, আন্দোলনে আছি। আমাদের সঙ্গে রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। সবার সাথে কথা বলে কর্মসূচি প্রণয়ন করা হবে এবং আপনাদের জানানো হবে।
সরকার অবৈধ সত্ত্বা নিয়ে খুশি দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকার অবৈধ সত্ত্বা নিয়ে খুশি। তাদের পরাজয়ের মধ্য দিয়ে এ উৎসব জনগণের উৎসবে পরিণত হবে।
সরকার কতদিন টিকে থাকবে? জানতে চাইলে রিজভী বলেন, ‘৬২ সালে কি জানা ছিল, ৬৯ সালে জানা ছিল, ৭০ সালে কি জানা গেছে যে ১৯৭১ সালে যুদ্ধ শুরু হবে? জানতাম না. তাই কবে কোন পরিস্থিতি হবে তা বলা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে রিজভী অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।