সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪০ হাজারেরও অধিক মানুষ। একই সঙ্গে আহত হয়ে এই মুহূর্তে দেশটিতে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। তবে এদিকে এবার জানা গেল, দেশটিতে ভয়াভহ এই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছনে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস ওসমান’-এর অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রী লাজান তাগরিস।
তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম এবং সিরিজের পরিচালক মেহমেদ বোজদাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জাগদুস জানকায়া। তার স্ত্রী লাজান ট্যাগ্রিস ছিলেন একজন গায়িকা।
তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শোক বার্তায় অভিনেতা জাগদুস জানকায়া ও তার স্ত্রী লাজান ট্যাগ্রিসসহ ভূমিকম্পে নিহতদের মাগফেরাত কামনা করেন।
জানা গেছে, নিহত অভিনেতা তুর্কি সিরিজ ‘কুরুলস ওসমান’-এ কোনিয়া প্রাসাদের একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন।
সিরিজটির গল্পে দেখা গেছে— আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের দ্বারা নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর ছেলে আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। তারপর তিনি অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
তার ছেলে ওসমান তার বাবার অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নিয়েছিলেন এবং কীভাবে তিনি ধীরে ধীরে ন্যায়বিচারের মাধ্যমে ওসমানিয়া সাম্রাজ্য গড়ে তোলেন, সেই ধারাবাহিকতার গল্প এগিয়ে চলেছে।
আর চলমান এই টিভি সিরিজের মধ্যেই সস্ত্রীক গুণী এই অভিনেতার মৃত্যুতে গোটা বিনোদন জগতে নেমে এসেছে শোকের কালো ছায়া। তার এই অকাল মৃত্যু যেন কোনো ভাবেই মানতে পারছে না কেউই।