ধেয়ে আসছে ভয়াবহ ঝড়, আজই আছড়ে পড়তে পারে দেশের যে ১৩ জেলায়

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কতায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে ঢাকা ছাড়াও টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ আগস্ট) এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


বিসিবির বোর্ড সভায় থাকবেন পাপন, আসছে বড় সিদ্ধান্ত

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র অভিভাবক ছিলেন নাজমুল হাসান পাপন।বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর পাপনের অনুপস্থিতিতে ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

যারা ক্রিকেট বোর্ডের উঠানে পদচারণা করতেন তাদের প্রায় সবাই রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে গেছেন। নিখোঁজ রয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ডের আরও অনেক পরিচালক ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আগামীকাল বোর্ড সভায় হাজির হচ্ছেন পরিচালকরা।

সরকার পরিবর্তনের পর অবশেষে বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে বিসিবির সব পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারের বোর্ড সভা মিরপুর শেরে বাংলায় নয়, জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে নাজমুল হাসান পাপনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তিনি অনলাইনে যোগ দেবেন। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে কে হবেন বিসিবির নতুন সভাপতি।

এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পদ ছাড়তে রাজি। সে হিসেবে কালই আসতে পারে এই সিদ্ধান্ত। আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে।

বিসিবির একজন পরিচালক আগামীকালের বোর্ড সভার বিষয়টি নিশ্চিত করেছেন। পরিচালক বলেন, ‘আগামীকাল সকাল ১১টায় জরুরি বোর্ড মিটিং ডেকেছে। সকল পরিচালক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আমি ইতিমধ্যে মেইল ​​পেয়েছি।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড মিটিংয়ে কমপক্ষে ৯ জন পরিচালকের উপস্থিতি আবশ্যক। আগামীকালের এই বৈঠকের ওপর নির্ভর করবে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ।