Friday , January 10 2025
Breaking News
Home / opinion / ধর্ষিতা নারী থানায় গেলে রাষ্ট্রীয় টেবিলের উপর তাকে আবারও ধর্ষণ করে; তাদেরই এক চৌকস অফিসার: ফারুখ

ধর্ষিতা নারী থানায় গেলে রাষ্ট্রীয় টেবিলের উপর তাকে আবারও ধর্ষণ করে; তাদেরই এক চৌকস অফিসার: ফারুখ

বিশ্বের সবচেয়ে দুর্নীতিবাজ এবং হিংস্র পুলিশ বাহিনী, যারা কথায় কথায় দেশের নিরীহ জনগণকে চড়-থাপ্পড় মারে; শ্রমিকদেরকে লাঠিপেটা করে; আন্দোলনরত ছাত্রদেরকে তুলে নিয়ে যায়; পথচারীদের পকেটে মাদকদ্রব্য ভরে দিয়ে চাঁদাবাজি করে; ভিখারির থলে থেকেও ভাগ বসায়; বিরোধী মতবাদের নাগরিকদেরকে বিনা প্রশ্নে বুকে গুলি করে খুন আর গুম করে ফেলে; ধর্ষিতা নারী থানায় মামলা করতে গেলে রাষ্ট্রীয় টেবিলের উপর রেখে তাকে আবারও ধর্ষণ করে; তাদেরই এক চৌকস অফিসার,
বিশ্বের অন্যতম সন্ত্রাসী সংগঠন; খুন, ধর্ষণ, নিরীহ জনগণকে হাতুড়ি পেটা করা; কোটি কোটি টাকা চাঁদাবাজি আর টেন্ডারবাজি করা; অবৈধ সরকার আর দীর্ঘদিনের স্বৈরশাসককে অস্ত্রের জোরে ক্ষমতায় টিকিয়ে রাখাই যাদের প্রধান কাজ ও পেশা; তাদেরই দুই মেধাবী সদস্যকে থানায় নিয়ে পিটিয়ে সবকটা দাঁত ফেলে দিয়েছে।
আমি এই অসভ্য দেশের বর্বর পুলিশ সদস্য কর্তৃক অমানবিক ঘটনার নিন্দা জানাই; বিচার চাই।

-ওমর ফারুক লুক্স

About Rasel Khalifa

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *