সম্প্রতি বাংলাদেশে ধর্ম বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করছেন কিছু ব্যক্তি।যারা বুঝানোর চেষ্টা করছে যে ইসলামের বিষয় নিয়ে বেশি মাতামাতি করা হচ্ছে।তার সাম্প্রদায়িকতার বিষয়টি টেনে এনে নানা ধরনের ব্যাখ্যা দেওয়া চেষ্টা করছেন।কিন্তু প্রকৃতি বিষয়টি না বুঝার ভান করে এমন কিছু বিষয় মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যার কোনো যুক্তিকতা নেই। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
কখনো কোন ধর্মচিলকে দেখিনি যে সে প্রগতিচিলকে বলছে, স্ট্রবেরি না খেয়ে দেশি বরই খান। সুতরাং প্রগতিচিলেরও উচিত নয় ধর্মচিলকে খেজুর না খেয়ে দেশি বাংগি খেতে বলা।
প্রসঙ্গত, বর্তমান সরকার অগনতান্ত্রিক ভাবে ক্ষমতায় চেপে বসে কিছু ব্যক্তিদের এমন সুযোগ করে দিয়েছে যারা ধর্ম বিষয়কে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার কথা বলে বিভ্রান্তির করতে চাচ্ছে মানুষের ভিতরে।