ফেনীর ছাগলনাইয়া থেকে ভারতীয় সীমান্তে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। সোমবার দুপুর ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের পূর্ব ছাগলনাইয়া সীমান্তের ৯৯তম পিলারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছে ২৩ জন বাংলাদেশি নাগরিককে পরিচয়পত্র দেওয়া হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই পতাকা বৈঠক শেষ হয়।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে শতাধিক শ্রমিক চিনির বস্তা নিয়ে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯টি পিলার সীমান্ত পার হওয়ার কাজ করছিলেন। বিএসএফ তাদের ধাওয়া করার সময় তাদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হলেও তারা ২৩ জনকে ধরে নিয়ে যায়।
আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে স্বজনরা তাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দেন।
ঘটনাটি ফেনী বিজিবিকে জানানো হয়। ফেনীর চার বিজিবির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।