চীন ও ভারতকে একসঙ্গে ম্যানেজ করে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ডয়চে ভেলের টকশো ‘কেমন সংসদ পেলাম’ অনুষ্ঠানে অতিথি হিসেবে জানতে চেয়েছিলেন খালেদ মুহিউদ্দিন? তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শুধু বাংলাদেশের মানুষ বাদ পড়েছে। কিন্তু বিএনপি কোনো অঘটনের জন্য বিদেশি শক্তির দিকে তাকিয়ে নেই।
তিনি বলেন, ৭ জানুয়ারি যা ঘটেছিল তার পর বাংলাদেশে কার্যত একদলীয় শাসনের সূচনা হল। আমরাও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা লক্ষ্য করছি তারা আন্দোলন করছে, কিন্তু পরপর তিনবার ক্ষমতার বাইরে বিএনপি ও দেশের জনগণ আওয়ামী লীগের অপকৌশলের শিকার হয়েছেন।
তবে অপর আলোচক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার মনে করেন, এই সংসদে আওয়ামী লীগের নির্বাচিত ২২৩ জন, স্বতন্ত্র ৬২ জন। দেখতে হবে সংবিধান অনুযায়ী আরপিও অনুযায়ী নির্বাচন হয়েছে কি না।
এবিএম রিয়াজুল কবির বলেন, একজন সংসদ সদস্য মাসে ১ লাখ ৬০ হাজার টাকা পান। বর্তমানে আমাদের সংসদের ৪৬ সদস্যের ফাইল দুদকের হাতে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দু/র্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলেও দুর্নীতি অব্যাহত আছে তা চিরতরে নির্মূল করা যাবে না।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই সম্পদ বৃদ্ধির পেছনে রয়েছে তদবির, টেন্ডারবাজি, কাবিখা থেকে পারসেন্টেজ।