বাংলা সিনেমার সত্তরের দশকের অন্যতম কিংবদন্তি অভিনেতা ও চিত্রপরিচালক কাজী হায়াৎ। ক্যারিয়ারে একাধিক ব্যবসায় সফল সিনেমায় অভিনয় করে জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের মনে। তবে জানা গেছে, বর্তমানে খুব একটা ভালো নেই গুণী এই অভিনেতা। শারীরিক অসুস্থতা নিয়ে গত একদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় এসেছেন তিনি। কাজী হায়াৎ নিজেই সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আপাতত শঙ্কা কেটেছে।
তিনি বলেন, ‘আমি হাসপাতাল থেকে গতকাল শুক্রবার বাসায় এসেছি। ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারি করতে হবে। খুব তাড়াতাড়ি করাতে হবে, যা আমি ২০০৫ সালে একবার করে ছিলাম। এরপর দেশের বাইরে থেকে হার্টে রিংও পরিয়েছিলাম।
কিন্ত বর্তমানে আবারো ব্লক ধরা পড়েছে। তাই আবারও ওপেন হার্ট সার্জারি করতে হবে।’
কাজী হায়াৎ বলেন, ‘আমি দেশেই ওপেন হার্ট সার্জারি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষ দিকে। যে ডাক্তার ওপেন হার্ট সার্জারি করাবেন কয়েকদিনের জন্য তিনি দেশের বাইরে গেছেন জরুরি প্রয়োজনে। তাই একটু সময় লাগবে।’
দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ‘আম্মাজান’খ্যাত এ নির্মাতা। সুস্থ হয়ে এসে তিনি আবারও সিনেমায় নিয়মিত হতে চান।
উল্লেখ্য, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় কাজী হায়াৎকে। সেখানে গত এক দিন চিকিৎসা নেওয়ার পর শুক্রবার নিজ বাসায় ফেরেন তিনি। এর আগে বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান কাজী মারুফ।