সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ব/র্বর হামলা চালাচ্ছে যা পৃথিবীর ইতিহাসে জগন্য বলে গণ্য হয়েছে ইতিমধ্যে।কিন্তু মুসলিম দেশ গুলো শুধু নিন্দা জানিয়ে তাদের দায়িত্বের ইতি টেনেছেন।ইসরায়েলের এমন জগন্য আচারণ মেনে নেওয়া কঠিন। হাজার হাজার মানুষ গৃহহীন পড়েছে ইসরায়েল বর্বর হামলায়। শুধু তাই নয় লাশের বন্যা বয়ছে দেশটিতে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ফিলিস্তিন
ফিলিস্তিন নিয়ে কতোকিছু ভাবতাম একসময়, কতোদিন কাদঁতাম। মনে হতো আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে ইসরায়েলের সৃষ্টি আর আগ্রাসন। মনে হতো এই পৃথিবীতে সবচেয়ে দূর্ভাগা জাতি হচ্ছে ফিলিস্তিনীরা।
এখন আর কিছু লিখিনা ফিলিস্তিন নিয়ে। পড়ি না, বা না পড়ার চেষ্টা করি। কারণ আমার নিজের দেশই তো একধরনের ফিলিস্তিন হয়ে গেছে এখন। আমার দেশের মুক্তিকামী মানুষও আছে নির্যাতন-নিপীড়নে কোনঠাসা অবস্থায়। ফিলিস্তিনে নির্যাতনকারীর পক্ষে আছে পরাশক্তি। আমার দেশেও নির্যাতনকারীর পক্ষে আছে আঞ্চলিক পরাশক্তি।
নিজের দেশের মানুষের দু:খ কষ্ট দেখে আর ফিলিস্থিনী ভাইদের কথা জানার শক্তি থাকে না।
দোয়া করি আল্লাহ্ তাদের বঞ্চনার অবসান করুন, দয়া করুন।