সম্প্রতি গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম সুপার স্টার অভিনেতা শাকিব খান। অভিনয়ের মধ্যে দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা নিলেও ব্যক্তিগত জীবনে যেন সবাইকে হতাশ করেছেন তিনি। বিয়ে, সংসার, বিচ্ছেদকে ঘিরে সমালোচনা যেন পিছু ছাড়ছে না তার।
তবে স্পষ্ট করে কখনোই কিছু বলছেন না তিনি।
আর সে কারণেই যে কেউ শাকিবকে নিয়ে যে কোনো মন্তব্য নিজের মতো করে চালিয়ে যেতে পারেন। তাকে নিয়ে নানা গুজবও তৈরি হচ্ছে। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না ঢালিউড অভিনেতা ও শিল্পী সমিতির সাবেক নেতা জায়েদ খান। তিনি মনে করেন, শাকিবকে নিয়ে মন্তব্য যথাযথ নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘এফডিসির একজন জুনিয়র আর্টিস্ট, যিনি একজন বস্তিবাসীর চরিত্রে অভিনয় করছেন, আমি তাকে ছোট করতে চাই না। কিন্তু তিনি যদি শাকিব খানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তাহলে খুবই খারাপ। এসবই ঘটেছে এফডিসিতে ইউটিউবারদের অবাধ চলাচলের কারণে।
শুধু তাই নয়, জায়েদ খান মনে করেন, শুধু শাকিবেরই দোষ নয়। যারা তার সম্পর্কে সবকিছু জেনে শুনে সম্পর্কে জড়িয়েছে তারাও দায়ী। জায়েদ বলেন, শাকিব খানের দোষ দিয়ে আপনি কি করবেন? যে মেয়ে জানতে পারে যে তার আরও দুটি স্ত্রী আছে, সে যদি তিন বা চার নম্বর স্ত্রী হতে চায়, সেটাও তার সমস্যা। ‘
এদিকে জায়েদ আরও বলেন, ‘একজন শিল্পী যদি তৈরি হয় সে তখন নিজের থাকে না, সে হয়ে যায় পাবলিক প্রোপার্টি। শিল্পীদের এই ব্যাপারগুলো দরজা আটকিয়ে বেডরুমের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। এটা কখনই সাংবাদিকদের কাছে আসা উচিত নয়। রাজ্জাক ভাইদের আমলে অনেক বড় ঘটনা ঘটেছে। শুনেছি শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ায় আপনারা কেউ রাজ্জাক ভাই-ফারুক ভাই, সোহেল রানা সাহেব, শাবানাকে চিনতেন না। তিনি সাংবাদিকদের জানতে দেননি। বাসাতেই শেষ করে দিয়েছে।’
এর আগে গত কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেবি বাম্পের দুইটি ছবি শেয়ার করে এ আলোচনার জন্ম দেন চিত্রনায়িকা বুবলী নিজেই। এরপরই আস্তে আস্তে জট খুলতে শুরু করে।