সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গনতান্ত্রিক অধিকার হরণে নেপথ্যে ভূমিকা পালন করেছে ভারত।নিজেদের স্বার্থে একটি দলকে বার বার অবৈধ্য ভাবে ক্ষমতায় বসিয়ে নিজেদের ফাঁয়দা লুটছে তারা।অথচ তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো দেশের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে না।কিন্তু বাস্তবে ভোটে কি ঘঠেছে তা প্রকাশ্যে দেখেছে এদেশের ১৮ কোটি মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ভারতীয় পণ্য বয়কটে নাকি আমরা ইন্ডিয়ার কিছুই ছিড়তে পারবো না? ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকা লিখতেছে।
“প্রতিবেশী বলয়ে এই ঘটনার অভিঘাতকে কিছুটা আশঙ্কার চোখেই দেখছে বিদেশ মন্ত্রক। আর তাই ঢাকায় ভারত-বিরোধী সুর প্রকট হওয়ার পিছনে যে সব কারণকে সামনে নিয়ে আসা হয়েছে, তাকে প্রশমিত করতে কোমর বেঁধেছে ভোটের মুখে দাঁড়ানো মোদী সরকার।”
এইবার ডরের কথা একেবারে খোলাখুলি স্বীকার করলো ভারতীয় মিডিয়া।
সাবাস দেশবাসীকে। আপনাদেরকে আমার অভিবাদন। মাত্র দেড় মাসে আপনারা এক অসাধ্য সাধন করেছেন। ওদের বুকে ভয়ের কাপন ধরিয়ে দিয়েছেন।
আমি আমাদের এই লড়াইয়ে সৃষ্টিকর্তার রহমত কামনা করেছিলাম। তিনি রহম করেছেন। কারো ক্ষমতা নাই আমাদের আটকায়।