বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বেশ ঘোলাটে। দেশের অর্থনীতিতে ধরেছে টান। আর সেই সাথে কমে যাচ্ছে রিজার্ভের টাকার পরিমাণও। তবে এবার এই রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী জানালেন ভিন্ন কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে রিজার্ভ ছিল ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। ক্ষমতায় থাকা পাঁচ বছরে তারা রিজার্ভ বাড়িয়েছে ৫ বিলিয়ন। আমরা সেই রিজার্ভ ৪৮ বিলিয়নে পৌঁছেছি।
তিনি বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব পড়েছে। আমরা করোনার ভ্যাকসিন কিনে ফ্রি দিয়েছি।
শেখ হাসিনা বলেন, খাদ্যশস্য, জ্বালানি তেলসহ অনেক পণ্য এখনো আমদানি করতে হচ্ছে। যা কিছু আমদানি করতে হয় তার দাম বেড়েছে। সংরক্ষিত মানুষের কল্যাণে ব্যয় করেছি।
তিনি বলেন, রিজার্ভের টাকা থেকে বিমান কেনা হয়েছে, নদীতে ড্রেজিং করা হয়েছে, উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার একটি টাকাও নষ্ট করে না, বরং সব টাকা জনগণের কল্যাণে ব্যয় করে।
সরকারপ্রধান বলেন, অন্য দেশ থেকে ডলার আনলে সুদ দিতে হবে। নিজের দেশে বিনিয়োগ করলে দেশের টাকা দেশেই থাকে। টাকা নিয়ে কেউ বাকি রইল না।
এর আগে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, দেশের অর্থনীতি ঠেকাতে এবার আইএমএফের কাছে ঋণ চাইছে বাংলাদেশ। আইএমএফের একটি দল বর্তমানে অবস্থান করছে ঢাকায়। তারা সব দিক বিচার বিশ্লেষণ করে তারপর জানাবে ঋণের বিষয়ে। সেক্ষত্রে বাংলাদেশের মানতে হবে বেশ কিছু শর্ত বলে জানা গেছে।